
পুজো দিতে গিয়ে বাঁদরের দাপটে ২০ লক্ষের সঙ্কট! বৃন্দাবনে অভিজ্ঞতা অভিষেক-দম্পতির
নিজস্ব সংবাদদাতা- ভগবানের দর্শন পেতে গিয়েই যেন অগ্নিপরীক্ষা! উত্তরপ্রদেশের বৃন্দাবনের বিখ্যাত বাঁকে বিহারী মন্দিরে পুজো দিতে গিয়ে চরম দুঃস্বপ্নের মুখে পড়লেন এক দম্পতি। হাতে গয়না ভর্তি ব্যাগ—তাতে ছিল স্মৃতি, বিশ্বাস আর মূল্যবান সঞ্চয়—হঠাৎ ছোঁ মেরে নিয়ে চম্পট দিল বাঁদরের দল! আলিগড়ের বাসিন্দা অভিষেক আগারওয়াল ও তাঁর স্ত্রী অনেক প্রস্তুতি নিয়ে এসেছিলেন বৃন্দাবনে। জানতেন, মন্দির চত্বরে…