
একসঙ্গে তিন প্রাণহানি: নিরাপত্তাহীন বাইক যাত্রায় ফের মর্মান্তিক পরিণতি
নিজস্ব সংবাদদাতা – বৃষ্টির দিনে বাইক চালানোর ঝুঁকি, অতিরিক্ত যাত্রী নিয়ে যাত্রা এবং সুরক্ষার ঘাটতি — এই তিনের সম্মিলিত পরিণতি আবারও দেখা গেল পূর্ব বর্ধমানের পাটুলি এলাকায়। একটি বাইকে তিনজন যুবক — সুজয় ও মুকেশ কেদার বংশী এবং দিবাকর মজুমদার — ফিরছিলেন কাজ শেষে। পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বিদ্যুতের খুঁটিতে, পরে দেওয়ালে সজোরে ধাক্কা…