
আইএসএলের আলোয় চোখ ধাঁধাচ্ছে, ছায়ায় হারিয়ে যাচ্ছে ভারতীয় ফুটবল
নিজস্ব প্রতিবেদক- শেষ মুহূর্তে গোল খেয়ে হারের গ্লানিতে মাথা নিচু করে মাঠ ছাড়ে ভারতীয় ফুটবলাররা। হংকংয়ের বিরুদ্ধে ম্যাচটায় চার-চারবার সুযোগ এসেছিল। কিন্তু বল জালে জড়াল না একবারও। যেন কাপ ঠোঁট ছুঁইছুঁই করেও উঠে এলো না! আশিক কুরুনিয়ান বল পেয়েছিলেন গোলকিপারের চোখে চোখ রেখে। ব্যর্থ হলেন। সুনীল ছেত্রী, লিস্টন কোলাসো—সবারই পা কেঁপে গেল সেই মুহূর্তে। শেষে…