
বর্ষা পূর্বে ত্রস্ত দেশ, বাংলা-কেরালায় রেড অ্যালার্টে থমকে গেল জনজীবন
নিজস্ব সংবাদদাতা- কেরালায় বর্ষা পৌঁছতেই যেন সমগ্র দেশ বৃষ্টির চাপে নুয়ে পড়ল। প্রাক-বর্ষার অকাল বৃষ্টিতে দেশের একাধিক রাজ্যে বইছে বিপদের হাওয়া। আজ IMD যে সতর্কতা জারি করেছে, তাতে বোঝা যাচ্ছে পরিস্থিতি কতটা গুরুতর। বাংলা, কেরালা এবং কর্ণাটকে জারি হয়েছে রেড অ্যালার্ট। এর ফলে অনেক জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। রাজস্থান, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু,…