
বিশ্বাসভঙ্গের নৃশংস চিত্র: মধুচন্দ্রিমায় গিয়ে স্ত্রীই খুন করাল স্বামীকে
নিজস্ব সংবাদদাতা- স্বপ্ন ছিল নতুন জীবনের সূচনা, অথচ সেটাই হয়ে উঠল মৃত্যুর প্রহর। মধ্যপ্রদেশের যুবক রাজা রঘুবংশী কল্পনাও করেননি, যাঁর সঙ্গে জীবনের নতুন পথচলা শুরু করেছেন, সেই স্ত্রী-ই তাঁর মৃত্যুর ছক কষে রেখেছেন। ইন্দোরের বাসিন্দা রাজা ও তাঁর নববিবাহিতা স্ত্রী সোনম গত মাসে মেঘালয়ে মধুচন্দ্রিমায় যান। ২৩ মে তাঁদের শেষবার দেখা গিয়েছিল শিপারা হোমস্টে থেকে…