
আকাশছোঁয়ার স্বপ্নে বারবার ছায়া— স্থগিত শুভাংশু শুক্লার মহাকাশযাত্রা, উদ্বেগে দেশ
Space Travel নিজস্ব সংবাদদাতা – ভারতের গর্ব, তরুণ নভোচারী শুভাংশু শুক্লার মহাকাশে পা রাখার স্বপ্ন আপাতত বারবার থেমে যাচ্ছে বিলম্বের ঘনঘটায়। এক্সিওম-৪ বাণিজ্যিক মিশনের অংশ হিসেবে তাঁর মহাকাশযাত্রা ঠিক হয়েছিল ২৯ মে। কিন্তু সেই দিনটি পেরিয়ে এখন ১১ জুনও অতীত। বারবারের তারিখ পরিবর্তনে স্বপ্ন যেন ঝাপসা হয়ে আসছে। এই অনিশ্চয়তার মধ্যেই ভারতের মহাকাশ গবেষণা সংস্থা…