
আট রাজ্যে বিজেপির নতুন সভাপতি ঘোষণা, এখনও অপেক্ষায় পশ্চিমবঙ্গ
নিজস্ব সংবাদদাতা -মঙ্গলবার বিজেপি আটটি রাজ্যে নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করেছে। হিমাচল প্রদেশে রাজীব বিন্দাল ও উত্তরাখণ্ডে মহেন্দ্র ভাট আগের মতোই দায়িত্বে বহাল থাকছেন। নতুন সভাপতি হিসেবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অনিল তিওয়ারি, মহারাষ্ট্রে রবীন্দ্র চ্যবন, মিজোরামে ডাঃ কে বেইচুয়া, তেলেঙ্গানায় এন রামচন্দ্র রাও, পদুচেরিতে ভি পি রামালিঙ্গম, এবং অন্ধ্রপ্রদেশে পিভিএন মহাদেব দায়িত্ব পেলেন।…