
“যে স্ত্রী ছিল দু’জনের হৃদয়ে”— ভালোবাসা, প্রতারণা আর রক্তাক্ত শেষ দৃশ্য
নিজস্ব সংবাদদাতা- এক নারী, দুই পুরুষ— সম্পর্কের জটিল লাইনগুলোর মধ্যে কখন যে রক্ত ঝরবে, কেউ জানত না। মালদহের সামসিতে পুরনো সম্পর্কের বিষ, সন্দেহ আর দহন— সব মিলিয়ে ছুরি চালিয়ে এক ভাইকে রক্তাক্ত করল আরেক ভাই। আহত একরামুল হক, বর্তমানে মালদহ মেডিক্যালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। আর তাঁর গায়ে ছুরি চালানো যুবক, মাসুম, তাঁর মামাতো ভাই। একসময়,…