
মালদার মাটিতে ‘চেরি’ বিস্ময়—মনোতোষবাবুর সোনার ফসল
Agriculture নিজস্ব সংবাদদাতা – যেখানে আমের জন্য বিখ্যাত মালদার মাটি, সেখানেই এবার চমক দেখালেন এক কৃষক—চাষ করলেন বিদেশি ধাঁচের চেরি টমেটো। পুরাতন মালদার নারায়ণপুর গ্রামের কৃষক মনোতোষ রাজবংশী প্রথমবারের মতো তিন কাঠা জমিতে চেরি টমেটো চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। শিলিগুড়ি থেকে বীজ এনে নেট সেটে চারা তৈরি করে জানুয়ারিতে রোপণ করেছিলেন। মার্চের প্রথম সপ্তাহে…