
এক মুহূর্তেই ধূলিসাৎ! বান্দ্রায় ধসে পড়ল তিনতলা আবাসন, চলছে উদ্ধার তৎপরতা
নিজস্ব সংবাদদাতা -আলোর রেখা তখনও পুরোপুরি ছুঁয়েইনি মুম্বই শহরকে। হঠাৎই বিকট শব্দ! ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় একটি তিনতলা ভবন—ঘুম ভেঙে যায় একটি গোটা এলাকার। এটি মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলের ভারত নগর। শুক্রবার ভোর ৫টা ৫২ মিনিট। এক মুহূর্তেই ভেঙে পড়ে পুরনো আবাসনটি। ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা বহু মানুষ তখন আটকে পড়েন কংক্রিটের নিচে। স্থানীয়রা ছুটে…