
রথ টানার সময় হুড়োহুড়ি, পুরীতে জখম শতাধিক ভক্ত
নিজস্ব সংবাদদাতা – পুরীর রথযাত্রার পবিত্র মুহূর্তে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার বলভদ্রের তালধ্বজ রথ টানার সময় রশি ছুঁতে গিয়ে ভক্তদের ভিড়ে বিশৃঙ্খলা দেখা দেয়। দক্ষিণ পুরীর রাজপ্রাসাদ সংলগ্ন এলাকায় জগন্নাথের ‘পাহাড়ি’ অনুষ্ঠানে উপস্থিত হাজার হাজার ভক্ত আচমকাই ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। এর ফলে বহু পুণ্যার্থী মাটিতে পড়ে যান এবং বেশ কয়েকজন গুরুতর আঘাত পান। এখন পর্যন্ত…