
যাদের সন্তানের মতো ভালোবেসেছিলেন, তারাই কেড়ে নিল জীবন: বিশ্বাসঘাতকতার নির্মম পরিণতি
নিজস্ব সংবাদদাতা – কিছু সম্পর্ক রক্তের নয়, বিশ্বাসের। আর সেই বিশ্বাস যখন বিশ্বাসঘাতকতায় পরিণত হয়, তখন তার মূল্য হয় প্রাণ দিয়ে চোকাতে হয়। এমনই ঘটেছিল চিৎপুরের প্রাণগোবিন্দ ও রেণুকা দাসের জীবনে—যাঁরা নিঃসন্তান জীবনে সঞ্জয় সেনকে সন্তান হিসেবে আপন করে নিয়েছিলেন। সঞ্জয়ের স্ত্রী পূর্ণিমা ছিলেন তাঁদের পরিচারিকা। তাঁকেও নিজের মেয়ের মতোই ভালোবাসতেন দম্পতি। এতটাই বিশ্বাস ছিল…