
শ্রমিকের হুঙ্কার বনাম কর্পোরেট নীতি—৯ জুলাইর দেশব্যাপী প্রতিবাদে উত্তাল হতে চলেছে ভারত
নিজস্ব সংবাদদাতা- ৯ জুলাইয়ের সকাল ভারতজুড়ে গর্জে উঠতে চলেছে লক্ষ লক্ষ শ্রমিকের কণ্ঠস্বর। ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও তাদের মিত্র সংগঠনগুলি ঐক্যবদ্ধভাবে আহ্বান জানিয়েছে এক ঐতিহাসিক ধর্মঘটের—যার লক্ষ্য কেন্দ্রের শ্রমিক-বিরোধী, কৃষক-বিরোধী এবং কর্পোরেট-পন্থী নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া। অনুমান করা হচ্ছে, প্রায় ২৫ কোটিরও বেশি শ্রমিক এই ধর্মঘটে শামিল হবেন, যা রূপ নিতে চলেছে এক বৃহৎ…