
যানজট, হয়রানি নয় — প্রযুক্তিনির্ভর পরিকল্পনায় সাজছে তারকেশ্বর শ্রাবণী মেলা
নিজস্ব সংবাদদাতা – বছরের পর বছর শ্রাবণী মেলায় লক্ষ লক্ষ পূর্ণার্থী ভিড় করলেও প্রায়শই দেখা গেছে পরিষেবার অভাব, নিরাপত্তার ত্রুটি, এবং দিকভ্রান্ত জনস্রোত। তবে এবারে ছবিটা বদলাতে চায় রাজ্য প্রশাসন। পূর্ণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাকে প্রথম অগ্রাধিকার দিয়ে ইতিমধ্যেই একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে, যেখানে মন্ত্রী থেকে জেলা আধিকারিক পর্যন্ত সকলে অংশ নিয়েছেন। লক্ষ্য একটাই—এবার আর হয়রানি…