
হারিয়ে যাওয়া সার্কাসের পুনর্জন্ম—গাজোলের সাংস্কৃতিক জাগরণ
নিজস্ব সংবাদদাতা – এক সময় বাংলার গ্রামীণ জনজীবনে সার্কাস ছিল এক আকর্ষণীয় বিনোদনের উৎস। প্রযুক্তির অগ্রগতি ও নতুন ধাঁচের বিনোদন মাধ্যমের দৌলতে সেই সার্কাস আজ প্রায় বিলুপ্তির পথে। ঠিক এই সময়েই মালদার গাজোলের তারাতলা অঞ্চলে সার্কাসকে কেন্দ্র করে শুরু হয়েছে এক নবজাগরণ। সোমবার বিকেলে তারা কালী মন্দির সংলগ্ন ময়দানে সার্কাসের শুভ সূচনা করেন গাজোলের বিডিও…