
প্ল্যাটফর্মে ‘শিকার’ খুঁজতে এসে ধরা পড়ল গাজিয়াবাদের চোর হামিদ
নিজস্ব সংবাদদাতা- গাজিয়াবাদ রেলস্টেশনের প্ল্যাটফর্মে তখন স্বাভাবিক ব্যস্ততা। কেউ চা খাচ্ছেন, কেউ ট্রেনের অপেক্ষায়। এর মধ্যেই এক যুবক দাঁড়িয়ে—চোখ ঘুরছে চারপাশে, নজর মহিলাদের ব্যাগের দিকে। কিন্তু তার অস্বাভাবিক আচরণ চোখে পড়ে যায় জিআরপি-র এক কনস্টেবলের। ধরা পড়তেই বেরিয়ে আসে এক অবিশ্বাস্য গল্প। হামিদ নামের ৩৮ বছরের সেই যুবক শুধু একজন যাত্রী নয়, বরং গাজিয়াবাদের এক…