
বরখাস্তের পর গুলিবিদ্ধ মৃতদেহ—রাশিয়ার অন্ধকার রাজনীতির প্রতিফলন?
নিজস্ব সংবাদদাতা- রাশিয়ার রাজনৈতিক অঙ্গনে যেন হঠাৎ বিস্ফোরণ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক অনিবার্য সিদ্ধান্তে পরিবহন মন্ত্রী রোমান স্টারোভয়েটকে বরখাস্ত করলেন, আর তার কিছুক্ষণের মধ্যেই উদ্ধার হল সেই ব্যক্তির গুলিবিদ্ধ নিথর দেহ—নিজের গাড়ির ভিতর। গোটা রাশিয়া নিঃশব্দে স্তব্ধ, আর আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকেরা নড়েচড়ে বসেছেন এই রহস্যময় পরিণতির ব্যাখ্যা খুঁজতে। স্টারোভয়েট ছিলেন একজন অভিজ্ঞ প্রশাসক—দীর্ঘ পাঁচ বছর…