
কেন্দ্রের নীরবতা বনাম রাজ্যের ক্ষোভ—আবার আলোচনার কেন্দ্রে ১০০ দিনের কাজ
নিজস্ব সংবাদদাতা -দিল্লির বৈঠক ঘর তখনও গমগম করছে নানা রাজ্যের সচিবদের বক্তব্যে। কিন্তু বাংলার গ্রামোন্নয়ন দপ্তরের সচিব পি উলগানাথনের দিকে যেন কেউ তাকিয়েই নেই। একেবারে শেষ মুহূর্তে তাঁকে সুযোগ দেওয়া হল কথা বলার, তাও কেন্দ্রের তরফে কোনও প্রতিক্রিয়া ছাড়া। এই নিস্পৃহতা নতুন নয়। একশো দিনের কাজ এবং আবাস যোজনায় পশ্চিমবঙ্গের প্রাপ্য অর্থ আটকে রয়েছে বহুদিন…