
হামলার পর ইরানে মিলছে না ৪০০ কেজি ইউরেনিয়াম! পারমাণবিক হুমকি নিয়ে নতুন আশঙ্কা
নিজস্ব সংবাদদাতা – ইরান-ইসরায়েল উত্তপ্ত, সেই আগুনে আমেরিকা ঢেলে দিল এক বিশাল সামরিক হামলা। হাইপারসোনিক মিসাইল, B-2 বোমারু বিমান থেকে বাঙ্কার বাস্টার বোমা—সবই ব্যবহার হলো ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা ধ্বংসে। কিন্তু হামলার পরই দেখা দিল সবচেয়ে বড় ধাঁধা—৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নেই! মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স নিজেই জানিয়েছেন, ওই ইউরেনিয়ামের কোনো হদিস নেই।…