
বিজেপি নেতার হত্যায় চাঞ্চল্য, প্রেমঘটিত শত্রুতা ঘিরে দানা বাঁধছে নতুন প্রশ্ন
নিজস্ব সংবাদদাতা-দেহরাদুনের মান্ডুওয়ালা এলাকায় ২২ বছরের বিজেপি নেতা রোহিত নেগির মর্মান্তিক হত্যাকাণ্ড ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। সোমবার রাতে বন্ধুবান্ধবের সঙ্গে ফিরছিলেন তিনি, সেই সময় বাইক আরোহী এক দুষ্কৃতী গুলি চালায় তাঁর উপর। গুলি লাগে ঘাড়ে, আর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই খুনের পেছনে প্রেমসংক্রান্ত পুরনো শত্রুতা কাজ করেছে বলে দাবি…