
চিনের সবুজ প্রাচীর: মরুভূমি রুখতে ড্রাগনের জঙ্গলের চেষ্টা
গত ১৩ বছরে চীনা সরকার গোবি মরুভূমির বিস্তার রোধ করতে গ্রিন ওয়াল বা সবুজ প্রাচীর তৈরিতে বড় সাফল্য অর্জন করেছে। ২০০৯ সাল থেকে ৩০,০০০ হেক্টরের বেশি জমিতে গাছ লাগিয়ে ১২,৯৫,০০০ বর্গ কিলোমিটারেরও বেশি মরুভূমি অঞ্চলকে অরণ্যে রূপান্তরিত করেছে দেশটি। এভাবেই চীনের উদ্যোগকে বিশ্বের বৃহত্তম মানুষ-নির্মিত বন হিসেবে অভিহিত করা হয়। মরুভূমির বিস্তার ও সমস্যার পরিধি…