
বাজারে নিঃশব্দ সূচনা, রেট-কাট বিভ্রান্তিতে দোদুল্যমান নিফটি
নিজস্ব সংবাদদাতা – মার্কেট অ্যানালাইসিস ডেস্ক – ১৯ জুনের বাজার প্রমাণ করল, বিনিয়োগকারীদের মনোভাব এখন পুরোপুরি “ওয়েট অ্যান্ড ওয়াচ”। ফেডের সিদ্ধান্ত অনুযায়ী সুদের হার অপরিবর্তিত থাকলেও ভবিষ্যতে রেট কাট হবে কি না, তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা না কমা পর্যন্ত নিফটি ২৪,৫০০ থেকে ২৫,০০০-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। সূচক বিশ্লেষণ: সেনসেক্স: ৮১,৪৬৬.৩২…