দিলীপ ঘোষকে আমন্ত্রণ না-পাওয়ার কারণ কী? অমিত শাহের সভায় অনুপস্থিতির নেপথ্যে বিতর্ক

আলিপুরদুয়ার | ৩১ মে, ২০২৫ রাজনৈতিক মহলে জোর জল্পনা—‌রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে কেন আমন্ত্রণ জানানো হল না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতার সভায়? দিলীপ ঘোষ নিজেই জানিয়েছেন, তাঁর কাছে কোনও আমন্ত্রণ পৌঁছায়নি। অথচ রাজ্য কমিটির সাধারণ সদস্যদের পর্যন্ত ডাক পাঠানো হয়েছে। তাহলে দিলীপ ঘোষ এই তালিকার বাইরে কী করে? দিলীপ ঘোষের বক্তব্য কী?…

Read More

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds