
আলো আর অন্ধকারের মাঝে ছেঁড়া স্বপ্ন – আরসিবি জয়ের আনন্দে ঢেকে গেল ১১টি প্রাণহানির কান্নায়
নিজস্ব সংবাদদাতা- একদিকে উৎসবের আলো, অন্যদিকে নিঃশব্দে নিভে গেল ১১টি প্রাণ। আইপিএল ট্রফি ঘরে ফিরেছে ঠিকই, কিন্তু বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনে যে কান্নার জল পড়ল—তা আরসিবির জয়ের উল্লাসকে নিঃশব্দ করে দিল। আরসিবি-র জয়ের আনন্দ ভাগ করে নিতে দূর দূরান্ত থেকে হাজার হাজার সমর্থক ভিড় করেছিলেন স্টেডিয়ামের সামনে। স্বপ্ন, আবেগ আর ভালোবাসার টানেই তাঁরা ছুটে এসেছিলেন।…