
নতুন জিএসটি হার কার্যকর, দাম না কমালে কোথায় অভিযোগ করবেন জেনে নিন
২২ সেপ্টেম্বর থেকে সারা দেশে কার্যকর হয়েছে নতুন জিএসটি (GST) হার। আগে যেখানে ৫%, ১২%, ১৮% ও ২৮%—এই চারটি স্ল্যাব ছিল, সেখানে এখন কেবল ৫% ও ১৮% হার প্রযোজ্য হবে। এর ফলে বহু পণ্যের দাম কমার কথা। কিন্তু যদি কোনও দোকানদার এখনও পুরনো দামে পণ্য বিক্রি করেন বা দাম কমাতে অস্বীকার করেন, তাহলে ভোক্তারা কী…