
অসমের হার্টথ্রব জুবিন গর্গের অকালপ্রয়াণ: নেশায় ডুবে জীবনের করুণ পরিণতি
শুক্রবার দুপুরে ভেসে আসে এক হৃদয়বিদারক খবর। সকলকে কাঁদিয়ে এই পৃথিবী ছেড়ে পরলোকে পাড়ি দিলেন অসমের হৃদয়কাড়া গায়ক, স্বনামধন্য শিল্পী জুবিন গর্গ (Zubeen Garg)। ইয়া আলি থেকে শুরু করে বাংলায় চোখের জলে, পিয়া রে, মন মানে না— একাধিক জনপ্রিয় গান উপহার দিয়ে কোটি ভক্তের মন জয় করেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁর অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে…