যানজট, হয়রানি নয় — প্রযুক্তিনির্ভর পরিকল্পনায় সাজছে তারকেশ্বর শ্রাবণী মেলা

Spread the love

নিজস্ব সংবাদদাতা – বছরের পর বছর শ্রাবণী মেলায় লক্ষ লক্ষ পূর্ণার্থী ভিড় করলেও প্রায়শই দেখা গেছে পরিষেবার অভাব, নিরাপত্তার ত্রুটি, এবং দিকভ্রান্ত জনস্রোত। তবে এবারে ছবিটা বদলাতে চায় রাজ্য প্রশাসন।

পূর্ণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাকে প্রথম অগ্রাধিকার দিয়ে ইতিমধ্যেই একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে, যেখানে মন্ত্রী থেকে জেলা আধিকারিক পর্যন্ত সকলে অংশ নিয়েছেন। লক্ষ্য একটাই—এবার আর হয়রানি নয়, বরং পূর্ণার্থীদের অভিজ্ঞতা হোক সহজ ও নিরাপদ।

এই বছর প্রযুক্তিকে হাতিয়ার করেই তৈরি হয়েছে ‘তারকেশ্বর শ্রাবণী মেলা’ ওয়েবসাইট। সাধারণ মানুষ আজ স্মার্ট ফোন ব্যবহার করেন, সেই সুযোগকে কাজে লাগিয়ে এক ক্লিকে পৌঁছে যাওয়া যাবে যাবতীয় পরিষেবার কেন্দ্রে। ঘাটে যাওয়ার রাস্তা, মন্দিরে পৌঁছানোর পথ, বিশ্রামাগার, চিকিৎসাকেন্দ্র, খাবার জলের জায়গা, ভাণ্ডারা, এমনকি আবর্জনা ফেলার স্থান—সব কিছু ম্যাপে দেখা যাবে।

শুধু তাই নয়, জরুরি নম্বর, ইনফর্মেশন সেন্টার, গঙ্গা আরতির সময় এবং লাইভ আবহাওয়া রিপোর্টও পাওয়া যাবে এই ওয়েবসাইটে। এমনকি যারা আসতে পারবেন না, তাঁদের জন্য রাখা হয়েছে ই-দর্শনের ব্যবস্থা।

এতদিন সরকারি পরিষেবা মানেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রতীক্ষা বলে মনে করা হতো। এবার সেই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে ডিজিটাল মাধ্যমে মেলাকে আরও সুষ্ঠু ও মানবিক করে তুলছে প্রশাসন।

স্বেচ্ছাসেবক, পুলিশ, এবং জেলা প্রশাসনের তৎপরতা — সব মিলিয়ে এবারের তারকেশ্বর শ্রাবণী মেলা পরিণত হতে চলেছে একটি সুসংগঠিত, প্রযুক্তিনির্ভর এবং জনবান্ধব উৎসবে।

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds