তৎকাল টিকিটের দালালরাজে লাগাম টানতেই রেলের আধার ওটিপি বাধ্যতামূলক, স্বস্তিতে সাধারণ যাত্রী

Spread the love

নিজস্ব সংবাদদাতা – অসংখ্য সাধারণ যাত্রীর দীর্ঘদিনের অভিযোগ ছিল—তৎকাল টিকিট বুকিং শুরু হতেই মুহূর্তে সব টিকিট উধাও হয়ে যায়। বুকিংয়ে যেন যুদ্ধ চলে দালাল ও সফ্টওয়্যার এজেন্টদের সঙ্গে। শেষ পর্যন্ত ট্রেনে ওঠা তো দূরের কথা, টিকিট পাওয়াই হয়ে দাঁড়ায় এক বিলাস।

এই অচলাবস্থার পাল্টা দাওয়াই হিসেবে ভারতীয় রেল আজ থেকে আনল কড়া ব্যবস্থা—তৎকাল টিকিট বুক করতে এখন বাধ্যতামূলক আধার ওটিপি প্রমাণীকরণ। এতে শুধু যে ভুয়া অ্যাকাউন্টগুলি ধরা পড়বে তা-ই নয়, রেল ব্যবস্থার স্বচ্ছতা এবং সাধারণ যাত্রীর প্রতি দায়িত্ববোধ আরও একধাপ এগোবে বলে মনে করছেন অনেকেই।

নতুন ব্যবস্থায় এখন আপনি যখন আইআরসিটিসির অ্যাকাউন্ট থেকে তৎকাল টিকিট বুক করবেন, তখন আধার-সংযুক্ত মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপি জমা না দিলে বুকিং সম্পূর্ণ হবে না। এর ফলে যে কেউ এজেন্টের পরিচয়ে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে একাধিক টিকিট তুলে নিতে পারবে না।

সবচেয়ে আশার কথা, বুকিংয়ের শুরুতেই সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ থাকছে প্রথম ৩০ মিনিট—যেখানে কোনও এজেন্ট প্রবেশ করতে পারবেন না। এই ছোট সিদ্ধান্তটিই হয়ে উঠতে পারে বড় স্বস্তির বাতাস।

অনেকেই বলছেন, এই পরিবর্তন যেন দালাল-নির্ভর টিকিট ব্যবস্থার শেষের শুরু। সরকার যদি এই নিয়ম কঠোরভাবে কার্যকর করে এবং প্রযুক্তিগত ভাবে নির্ভরযোগ্য রাখে, তবে সাধারণ যাত্রীর স্বপ্নের ট্রেন আর অধরা থাকবে না।

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds