নিজস্ব সংবাদদাতা –
রোহিত শর্মা, যিনি ভারতীয় ক্রিকেটে একজন কিংবদন্তি ব্যাটসম্যান ও সফল অধিনায়ক হিসেবে পরিচিত, এখনো ২০২৭ সালের বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে তার এই স্বপ্ন কতটা বাস্তবায়নযোগ্য, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই সময়ে তার বয়স হবে ৪০, যা আন্তর্জাতিক ক্রিকেটে একজন ব্যাটসম্যানের জন্য চ্যালেঞ্জিং বয়স।
২০২৩ সালে তিনি ভারতকে ফাইনালে পৌঁছে দিলেও শিরোপা জেতা সম্ভব হয়নি। তবে পরবর্তীতে ভারত তার নেতৃত্বেই টি২০ বিশ্বকাপ ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর রোহিত স্পষ্ট জানিয়ে দেন, “আমি ওডিআই থেকে অবসর নিচ্ছি না।” এই ঘোষণাই বোঝায়, তিনি ২০২৭ বিশ্বকাপে অংশগ্রহণ করতে দৃঢ়প্রতিজ্ঞ।
তবে ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ভিন্ন পরিকল্পনায় এগোচ্ছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে তারা ওডিআই ফরম্যাটে তরুণ নেতৃত্ব আনার কথা ভাবছে। এই প্রেক্ষাপটে শ্রেয়াস আইয়ারের নাম উঠে এসেছে—একজন দক্ষ মিডল অর্ডার ব্যাটসম্যান যিনি আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবে প্রমাণ করেছেন নিজেকে।
বিসিসিআই-এর হাতে এখনো ২৭টি ওডিআই ম্যাচ আছে ২০২৭-এর আগে, যা নতুন অধিনায়ক তৈরির জন্য যথেষ্ট। এই পরিস্থিতিতে বোর্ড কি অভিজ্ঞতা ও ভবিষ্যতের মধ্যে সঠিক ভারসাম্য আনতে পারবে? প্রশ্নটা এখন সেটাই।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন