নিজস্ব সংবাদদাতা- এক নারী, দুই পুরুষ— সম্পর্কের জটিল লাইনগুলোর মধ্যে কখন যে রক্ত ঝরবে, কেউ জানত না। মালদহের সামসিতে পুরনো সম্পর্কের বিষ, সন্দেহ আর দহন— সব মিলিয়ে ছুরি চালিয়ে এক ভাইকে রক্তাক্ত করল আরেক ভাই।
আহত একরামুল হক, বর্তমানে মালদহ মেডিক্যালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। আর তাঁর গায়ে ছুরি চালানো যুবক, মাসুম, তাঁর মামাতো ভাই। একসময়, একরামুলের স্ত্রী ছিলেন তাঁদের দু’জনেরই জীবন ঘিরে আবর্তিত এক কেন্দ্রে।
বিয়ের আগেই স্ত্রীর সঙ্গে মাসুমের সম্পর্ক ছিল, এমনটাই বলছেন গ্রামবাসীরা। তবু পারিবারিক চাপে বিয়ে হয়েছিল একরামুলের সঙ্গে। কিন্তু ভালোবাসা থেমে থাকেনি। একসময় স্ত্রী মাসুমের সঙ্গে পালিয়ে যান, আর ভেঙে পড়েন একরামুল। স্ত্রীকে তালাক দিয়েও যেন শান্তি মেলেনি। পরে আবার পুরনো স্ত্রীকেই পুনরায় বিয়ে করেন একরামুল— যেন হেরে যেতে দেননি ভালবাসাকে।
কিন্তু পুরনো সেই ক্ষত থেকেই ফিনকি দিয়ে উঠল রক্ত। সামসি গ্রামীণ হাসপাতালের সামনে কথা কাটাকাটির পর আচমকাই ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ল মাসুম। ছুরির কোপে লুটিয়ে পড়েন একরামুল।
ভালোবাসার এই ত্রিভুজের শেষরেখায় শুধু রক্ত, কান্না আর এক অনিবার্য প্রশ্ন— ভুল কি ছিল ভালোবাসায়, না মানুষে?
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন