শহিদ দিবস ঘিরে ধর্মতলায় জনস্রোত, সংগঠন ও শৃঙ্খলার যুগল চিত্র

Spread the love

নিজস্ব সংবাদদাতা – ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের বার্ষিক সমাবেশ এবারেও ধর্মতলায় রেকর্ড জমায়েতের সাক্ষী থাকল। শুধুই রাজনৈতিক বার্তা নয়, এই সমাবেশে দল দেখাল তাদের সাংগঠনিক শৃঙ্খলা ও আদালতের নির্দেশ মানার সদিচ্ছা।

সকাল ৬টা থেকে মিছিল শুরু হলেও সকাল ৭টার মধ্যেই হাজার হাজার কর্মী-সমর্থক সভাস্থলে পৌঁছে যান। হাওড়া, শিয়ালদহ-সহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠিত ভাবে মিছিল এগিয়ে আসে। অনেকেই আগের দিন রাতেই ধর্মতলায় হাজির হয়ে মূল মঞ্চের সামনের জায়গা দখল করে রাখেন। এত বিপুল সমাগম দলীয় নেতৃত্বকে যেমন মনোবল জুগিয়েছে, তেমনই শহরের সাধারণ নাগরিকদের মধ্যে কৌতূহলও সৃষ্টি করেছে।

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মিছিল বন্ধ রাখা হয়, যা দলীয় শৃঙ্খলার নিদর্শন হিসেবেই দেখা হচ্ছে। যানজট এড়াতে কলকাতা পুলিশ কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা জুড়ে উপস্থিত ছিল পুলিশকর্মী ও আধিকারিকদের টহল। মিছিল যেন একপাশ দিয়ে চলে, অন্যদিকে যান চলাচল বজায় থাকে—তা নিশ্চিত করতে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়।

তবে গণপরিবহণের সংখ্যা কিছুটা কম থাকায় সাধারণ মানুষের চলাচলে অসুবিধা হলেও কোনও বড় রকম বিশৃঙ্খলা দেখা যায়নি। রাজনীতির পাশাপাশি জনপরিসর ও প্রশাসনিক ব্যালেন্স বজায় রাখার ক্ষেত্রে এবারের শহিদ দিবস একটি সুসংগঠিত উদাহরণ হয়ে উঠেছে।

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds