নিজস্ব সংবাদদাতা – রাজনৈতিক সংঘাত এবার তৃণমূলের অন্দরেই। মন্তেশ্বরে নিজের গাড়িতে হামলার অভিযোগ তুলে দল ছাড়ার হুমকি দিলেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতা সিদ্দিকুল্লা চৌধুরী। তাঁর দাবি, হামলার পিছনে দলেরই একাংশ কর্মী জড়িত, এবং পুরো ঘটনা পুলিশের সামনেই ঘটে। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে তাঁর অভিযোগ। প্রশ্ন উঠছে, শাসক দলের একজন মন্ত্রী নিজের জেলায় এতটা অসহায় হয়ে পড়লেন কীভাবে?
ঘটনার পিছনে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে সিদ্দিকুল্লা সরাসরি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। এই ঘটনার জেরে তিনি দল ছাড়ার পাশাপাশি রাজপথে নামার হুঁশিয়ারিও দেন, যেখানে তাঁর সঙ্গে যোগ দিতে পারেন ২০ লক্ষ অনুগামী।
অন্যদিকে, বিক্ষুব্ধ এলাকাবাসী দাবি করেছে, গত চার বছর ধরে মন্ত্রী এলাকার সঙ্গে সংযোগ রাখেননি এবং কোনও উন্নয়নের কাজ হয়নি। ফলে এই অস্বস্তিকর পরিস্থিতি দলীয় অন্তর্দ্বন্দ্বের আরও স্পষ্ট চিত্র তুলে ধরছে। প্রশ্ন উঠছে, এটি কি সত্যিই দলীয় চক্রান্ত, নাকি দীর্ঘদিনের জনবিচ্ছিন্নতা থেকে জন্ম নেওয়া জনরোষের বহিঃপ্রকাশ?
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন