ফের ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা

Spread the love

নিজস্ব সংবাদদাতা – ফের রেল যাত্রীদের জন্য দুঃসংবাদ। চক্রধরপুর ডিভিশনে লাইনের সংস্কার কাজের জন্য একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেল। ব্যস্ত সময়ে এই ট্রেন বাতিলের সিদ্ধান্তে ভোগান্তিতে পড়তে পারেন অসংখ্য যাত্রী। আগামী ১৬ জুন থেকে শুরু হয়ে এই ট্রেন বিভ্রাট চলবে ২৪ জুন পর্যন্ত। ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব রেল এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তি অনুসারে, ১৯ জুন থেকে ২৩ জুন পর্যন্ত খড়গপুর-টাটানগর প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হবে। আবার ২০ থেকে ২৪ জুন পর্যন্ত টাটানগর-খড়গপুর প্যাসেঞ্জার ট্রেনও বন্ধ থাকবে। ১৬ থেকে ২৪ জুন ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু এবং খড়গপুর-টাটানগর-খড়গপুর মেমুও বন্ধ থাকবে।

শুধু প্যাসেঞ্জার নয়, এক্সপ্রেস ট্রেনের তালিকাতেও বাতিলের ছাপ পড়েছে। ২০ থেকে ২৪ জুন হাওড়া-বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস বন্ধ থাকবে। এছাড়া ২২ এবং ২৪ জুন বন্ধ রাখা হবে ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম এক্সপ্রেস। এই সব ট্রেন বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি বাড়বে তা বলাই বাহুল্য।

এই পরিস্থিতিতে কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ২০ জুন সিলঘাট টাউন-তামবরম এক্সপ্রেস চলবে জয়চণ্ডী পাহাড়-আদ্রা-মেদিনীপুর-হিজলি হয়ে। ২১ জুন রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস যাবে কোটশিলা-রাজাবেরা-জামুনিয়াতাণ্ড-আদ্রা-মেদিনীপুর-খড়গপুর হয়ে।

২৩ জুন নিউ তিনসুকিয়া-তামবরম এক্সপ্রেস ঘুরপথে চলবে জয়চণ্ডী পাহাড়-আদ্রা-মেদিনীপুর-হিজলি হয়ে। এছাড়া ২০ ও ২৩ জুন আমেদাবাদ-হাওড়া এক্সপ্রেস চালানো হবে সিনি-কেন্দ্রা-আদ্রা-মেদিনীপুর-খড়গপুর হয়ে।

এই ট্রেন বিভ্রাটের জেরে বহু নিত্যযাত্রীর রুটিন ব্যাহত হবে বলেই আশঙ্কা। তবে রেল কর্তৃপক্ষের দাবি, এই ব্যবস্থা নেওয়া হচ্ছে যাত্রী নিরাপত্তা ও ট্র্যাকের উন্নয়নের স্বার্থে। আগামী দিনে পরিষেবা স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিয়েছে দক্ষিণ পূর্ব রেল।

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds