ভিসা নিষেধাজ্ঞার গুজব উড়াল, বাংলাদেশে UAE–র ভ্রমণ ও ওয়ার্কিং ভিসা বন্ধ হয়নি

Spread the love

বিদেশমুখী বাংলাদেশীরা ঘোর বিপদে! সংযুক্ত আরব আমিরশাহী (UAE) allegedly বাংলাদেশসহ আরও ৮টি দেশের জন্য পর্যটন এবং ওয়ার্কিং ভিসা সাময়িকভাবে বাতিল করার খবর প্রকাশিত হয়েছে। Travel & Tour World-এর রিপোর্ট অনুযায়ী, UAE সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশীদের এই মুহূর্তে পর্যটন ও ওয়ার্কিং ভিসা দেওয়া বন্ধ রাখা হয়েছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই দাবি উড়িয়ে দিয়েছে।


নিষেধাজ্ঞার কারণ কি?
প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা উদ্বেগ এবং কোভিড-১৯-এর মতো মহামারীকে সামনে রেখে সাময়িকভাবে বাংলাদেশসহ অন্য দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে UAE সরকার এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি।

কোন কোন দেশ betroffen?
সূত্রের খবর অনুযায়ী, বাংলাদেশ ছাড়াও উগান্ডা, সুদান, সোমালিয়া, ক্যামেরুন, লিবিয়া, আফগানিস্তান, ইয়েমেন এবং লেবাননের নাগরিকদের উপরও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। এই নিষেধাজ্ঞা ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। নিষেধাজ্ঞার ফলে পর্যটন, ওয়ার্কিং এবং ব্যবসায়িক ভিসা প্রাপ্তির ক্ষেত্রে এই ৯ দেশের নাগরিকদের UAE প্রবেশে সীমাবদ্ধতা থাকবে।

বাংলাদেশের সরকার নিশ্চিত করল:
১৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে এক বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ ওয়েবসাইট UAE Visa Online এই খবর প্রচার করলে, বাংলাদেশের প্রেস উইং শনিবার রাতে ফেসবুকে জানিয়েছে যে UAE বাংলাদেশের নাগরিকদের উপর কোনও ভিসা নিষেধাজ্ঞা জারি করেনি। বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদও স্পষ্ট করে বলেছেন, UAE কর্তৃপক্ষ থেকে এ ধরনের কোনও বিজ্ঞপ্তি প্রাপ্ত হয়নি। সম্ভবত ভুয়ো তথ্য ছড়িয়ে পড়ায় এই বিভ্রান্তি তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds