দায়িত্ব, অভিজ্ঞতা ও শারীরিক প্রতিবন্ধকতা—উপরাষ্ট্রপতি ধনখড়ের পদত্যাগের নেপথ্য কাহিনি

Spread the love

নিজস্ব সংবাদদাতা -ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে আকস্মিকভাবে পদত্যাগ করলেন জগদীপ ধনখড়। চিঠিতে রাষ্ট্রপতিকে উদ্দেশ করে তিনি লিখেছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শারীরিক সুস্থতা বজায় রাখতেই এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন ধনখড় ২০২২ সালের আগস্টে উপরাষ্ট্রপতি পদে দায়িত্ব নেন। তার আগে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সর্বশেষ লোকসভা সদস্য ছিলেন ১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত।

চিঠিতে তিনি উল্লেখ করেন, উপরাষ্ট্রপতি থাকার সময় প্রধানমন্ত্রী মোদি ও অন্যান্য নেতাদের যে সহযোগিতা পেয়েছেন, তা তার রাজনৈতিক জীবনের স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

তবে সাম্প্রতিক শারীরিক সমস্যাই ধনখড়কে এই পদত্যাগের দিকে ঠেলে দেয়। গত মার্চে বুকের ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন এইমসে। এক অনুষ্ঠানে তিনি অচৈতন্যও হয়ে পড়েন।

রাজ্যসভার অধ্যক্ষ হিসেবে সোমবার অধিবেশন পরিচালনার পর রাতেই পদত্যাগপত্র পাঠানো ধনখড়ের সিদ্ধান্ত চমকে দিয়েছে রাজনৈতিক মহলকে। তবে স্পষ্টভাবে জানা গেছে, এটি একান্তই স্বাস্থ্যগত কারণে নেওয়া সিদ্ধান্ত।

অত্যন্ত দায়িত্ববান এবং অভিজ্ঞ রাজনীতিবিদের এভাবে সরে যাওয়া নিঃসন্দেহে একটি শূন্যতা সৃষ্টি করবে। তবে নিজের সুস্থতা এবং ভবিষ্যতের কল্যাণে এই সিদ্ধান্ত যে যথাযথ—তা তার বক্তব্য থেকেই স্পষ্ট।

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds