নিজস্ব সংবাদদাতা – আপনার যাত্রাপথ যদি বিদ্যাসাগর সেতু হয়ে হয়, তাহলে এই খবরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ।
জননিরাপত্তা ও ভবিষ্যৎ সংস্কারের স্বার্থে আগামী ১৩ জুন থেকে ১৫ জুন প্রতিদিন ভোর ৪:৩০ থেকে সকাল ৭:৩০ পর্যন্ত বিদ্যাসাগর সেতু ও সংলগ্ন কিছু রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এই সময়কালে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (HRBC)-এর পক্ষ থেকে সেতুর জ্যামিতিগত জরিপ করা হবে।
এই সময়ে বিকল্প রুট:
জিরাট আইল্যান্ড ও এজেসি বোস রোড থেকে সেতুর দিকে যাওয়া যানবাহন ঘুরবে টার্ফ ভিউ → হেস্টিংস ক্রসিং → সেন্ট জর্জ গেট রোড → হাওড়া ব্রিজ হয়ে।
খিদিরপুর থেকে আসা যানবাহন যাবে সিজিআর রোড → হেস্টিংস ক্রসিং → সেন্ট জর্জ গেট রোড → স্ট্র্যান্ড রোড → হাওড়া ব্রিজ হয়ে।
ওয়াই-পয়েন্ট র্যাম্প দিয়ে সেতুর দিকে যাওয়া যান ঘুরবে ১১ ফারলং গেট → কেএপি রোড → রেড রোড → হাওড়া ব্রিজ পথে।
যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, নির্ধারিত সময়ে যানচলাচলের পরিকল্পনা করার সময় বিকল্প পথ ব্যবহার করুন। যান নিয়ন্ত্রণে সহায়তা করতে রাস্তায় থাকবে অতিরিক্ত ট্রাফিক পুলিশ।
সবার সহযোগিতায় মসৃণ হবে সেতুর সংস্কারপূর্ব জরিপ প্রক্রিয়া।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন