নিজস্ব সংবাদদাতা – ২০২৬-এর বিধানসভা ভোট এখনও খানিক দূরে, তবে প্রশাসনিক ময়দানে যেন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সাজসরঞ্জামের পালা। সোমবার নবান্ন থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে রাজ্য পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ কিছু পদে রদবদলের ঘোষণা করা হয়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইনটেলিজেন্স ব্যুরো (আইবি)। এখনকার ডিজি জ্ঞানবন্ত সিং-কে সরিয়ে পাঠানো হয়েছে ট্রাফিক বিভাগের এডিজি ও আইজিপি পদে।
তাঁর স্থানে আইবি-র নতুন ডিজি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিদ্ধনাথ গুপ্ত, যিনি এতদিন ছিলেন এসসিআরবি-র ডিজি। অন্যদিকে, ট্রাফিক বিভাগের দায়িত্বে থাকা ড. রাজেশ কুমার সিংকে পাঠানো হয়েছে ‘নীতি নির্ধারণ’-এর মতো কৌশলগত দফতরে—রাজ্য পুলিশের এডিজি ও আইজিপি পদে। যদিও নবান্ন এই বদলিকে ‘রুটিন’ বলেই ব্যাখ্যা করছে, কিন্তু প্রশাসনিক মহলের একাংশের মতে, ভোটের আগে রাজ্যের গোয়েন্দা ও ট্রাফিক প্রশাসনে এমন দ্রুত রদবদলের অর্থ গভীরতর কৌশলেই লুকিয়ে থাকতে পারে।
এই বদলি কি নিছকই কাজের ভারসাম্য, না কি এটি রাজনৈতিক বার্তা ও নির্বাচনী প্রস্তুতির সূচনালিপি—তা সময়ই বলবে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন