নিজস্ব সংবাদদাতা – আগামী কয়েক দিনের মধ্যে রাজ্যে পরপর তিনটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে—৫ জুলাই উল্টোরথ, ৬ জুলাই মহরম এবং ১০ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণী মেলা। এই তিনটি উৎসব যাতে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক নির্দেশ দিয়েছেন।
দিঘায় উল্টোরথ উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম হবে বলে অনুমান। এই ভিড় সামাল দিতে এবং ভিন জেলা ও রাজ্য থেকে আগত ভক্তদের সহায়তার জন্য বিভিন্ন জায়গায় সহায়তা শিবির খোলার কথা বলা হয়েছে। পদপিষ্টের মতো বিপজ্জনক পরিস্থিতি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মহরমের দিন যাতে কোনওভাবে সাম্প্রদায়িক উত্তেজনা না ছড়ায়, সে কারণে রাজ্য পুলিশের ডিজি ও গোয়েন্দা বিভাগকে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, কেউ যদি ধর্মীয় উসকানি দিয়ে অশান্তি তৈরি করার চেষ্টা করে, তবে তা কঠোরভাবে দমন করা হবে।
শ্রাবণী মেলায় তারকেশ্বর যাওয়ার পথে ভক্তদের যাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থার নির্দেশ পেয়েছে।
সকল ধর্মের উৎসব যাতে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে উদযাপিত হয়, সেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আহ্বান জানিয়েছেন, সকলে যেন ধর্মীয় সহিষ্ণুতা এবং সামাজিক শান্তি বজায় রেখে উৎসব উদযাপন করেন।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন