নিজস্ব সংবাদদাতা – পশ্চিমবঙ্গের সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরেই নানা কারণে বিলম্বিত হয়ে আসছে। বহু চাকরিপ্রার্থী বারবার অভিযোগ তুলেছেন — পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগপত্র হাতে পেতে বছরের পর বছর লেগে যায়।
এই প্রেক্ষিতেই মুখ্যসচিব মনোজ পন্থের সাম্প্রতিক নির্দেশ এক বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে — WBPSC বা সংশ্লিষ্ট সংস্থার সুপারিশ পাওয়ার পর ৩০ দিনের মধ্যে পুলিশি যাচাই ও স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে হবে এবং প্রার্থীকে প্রশিক্ষণে পাঠাতে হবে।
যদিও প্রশ্ন উঠছে — বাস্তবে এই নির্দেশ কতটা কার্যকর হবে? পুলিশের রিপোর্ট বা স্বাস্থ্য দফতরের কার্যপ্রক্রিয়া বারবার ধীরগতির বলে চিহ্নিত হয়েছে। একই সঙ্গে প্রশাসনের বিভিন্ন স্তরে ফাইল চলাচলের ধীরতা বহুবার সমালোচিত হয়েছে।
এখন দেখার, মুখ্যসচিবের কড়া বার্তার পর সেই জটিলতা কতটা কাটে। তবে এটুকু নিশ্চিত — নিয়োগে গতি আনার প্রশ্নে রাজ্য সরকার এই প্রথমবার এতটা সক্রিয় ভুমিকা নিচ্ছে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন