নিজস্ব সংবাদদাতা- একসময় যেকোনো বিজ্ঞাপনহীন, নিরিবিলি চ্যাট অ্যাপ হিসেবেই WhatsApp-এর পরিচিতি ছিল। কিন্তু ২০২৫ সালের ১৬ জুন থেকে সেই ধারণা বদলে গেছে। Meta ঘোষণা করেছে যে এখন থেকে WhatsApp-এর স্ট্যাটাস অংশে দেখা যাবে স্পন্সরড কনটেন্ট বা বিজ্ঞাপন।
যদিও ব্যক্তি ও গ্রুপ চ্যাট এখনও বিজ্ঞাপনমুক্ত এবং নিরাপদ রয়েছে, তবুও এই পরিবর্তন অনেক ব্যবহারকারীর কাছে ‘অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ’-এর মতো মনে হচ্ছে। অনেকেই মনে করছেন, WhatsApp-এর সরল, বিজ্ঞাপনহীন অভিজ্ঞতা নষ্ট হয়ে যাচ্ছে।
একইসঙ্গে WhatsApp চ্যানেলের জন্য চালু হয়েছে সাবস্ক্রিপশন ফিচার, যার মাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটররা এখন মাসিক ফি নিয়ে এক্সক্লুসিভ কনটেন্ট দিতে পারবেন। অনেক তরুণ উদ্যোক্তা এবং মিডিয়া প্রফেশনালদের জন্য এটি একটি আশার আলো হতে পারে, কারণ WhatsApp এখন কেবল যোগাযোগের মাধ্যম নয়, আয়ের একটি সম্ভাব্য উৎসও হতে চলেছে।
তবে প্রশ্ন উঠছে—Meta কি ভবিষ্যতে WhatsApp-এ পুরোপুরি বিজ্ঞাপন চালু করার পরিকল্পনা করছে? কিছু সূত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তারা YouTube Premium-এর মতো বিজ্ঞাপনমুক্ত সাবস্ক্রিপশন মডেল আনার কথা ভাবছে। যদিও এ নিয়ে এখনো Meta আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, কিন্তু ব্যবহারকারীরা ইতিমধ্যেই দুই ভাগে বিভক্ত। কেউ এটাকে স্বাগত জানাচ্ছেন নতুন সুযোগ হিসেবে, কেউ আবার এই পরিবর্তনের ফলে WhatsApp ছেড়ে অন্য বিকল্প খুঁজতে শুরু করেছেন।
এই মুহূর্তে বলা যায়, WhatsApp একটি নতুন পথে যাত্রা শুরু করেছে—যেখানে যোগাযোগের পাশাপাশি রয়েছে প্রচার, বিপণন এবং সম্ভাব্য বাণিজ্যিক সুযোগের দ্বার।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন